হাজার মুখোশ পরা চেনা মানুষের ভিড়ে
খুঁজে চলেছি -
ধরা দিলেও , ছেড়েছি বারে বারে
তাই , শরতে ভোরের ফুলে আঘ্রাণে শুধুই খুঁজি তোমায় ; সবই ভুল, ক্লান্ত আমরাই আমি ; একফোঁটা শান্তি একফোঁটা মৃত্য -
অশ্রু অবিশ্রান্ত !
ভাল থেকো তুমি , শিউলি স্নিগ্ধ মাঝে -
হিমেল হাওয়া পাহাড়ী নদীর পেলব স্পর্শ শীতল হোক তোমার উষ্ণ বক্ষ -
অ-মুখোশের কাছে II