অনেক না বলা কথা ,সময়ের মায়াজালে
বলে কথা -
অনেক চাপা নীরবতা ,গতির ভালবাসায়
কথা বলে !
দু'ধরনের কথা বলার মধ্যে থাকে নানা মাপের অনেক উপকথা ;
একদল নির্বাক! অথচ চোখ ওই কাহিনীর
অর্থ বিস্তার করে !
আরেক দলও নির্বাক অথচ মুখের শব্দ -
পরনের বস্ত্রের মত কথার বুনোট তোলে!
সারিবদ্ধ " মানুষ " নামক জীবরা -
যুপকাষ্ঠে কথা বলে
চাকুম-চুকুম ছন্দবদ্ধ শব্দের
বিভাবরী ক্ষণের মধ্য দিয়ে ,
একটু একটু করে ,
কুকুরের সঙ্গে লড়াই করে -
না তাকিয়ে কোনদিকে !
এরাই হল আমাদের মতো
তকমাআঁটা " মনুষ্য " নামক জীব যারা ,
ময়লা খাদ্যের স্তূপে , নিশ্চুপে
কাঁটা চামচের মতো হাত দিয়ে
শৈল্পিক ভাবে মুখ ভর্তি করে !
ডাস্টবিনে ফেলে দেওয়া স্বাধীনতাত্তোর
অবৈধ সন্তানেরা পচা বিরিয়ানির প্যাকেটে নিবৃত্তি করে,আগামী সূর্যের দিকে জানায় আবার হতে পারে জন্ম !
কঙ্কালসার আঙুলের সশব্দ চারণা করে ডারউইনকে বাঁচানোর তাগিদে -
হয়তো বা , সাহিত্যের ক্যানভাসে
ভাষার জন্য , অসংখ্য নিরস ,
বাহবা ধ্বনির অবুঝ প্রতীক্ষায় !!