শূন্যতার ভিতরে শূণ্য ,
আবরণে তোমার আভরণ -
স্বপ্নে পরি অঞ্জন ;
শ্যাম মুই তোঁহার স্বপনে
অঞ্জন লাগি মোর হৃদি যতনে ;
আয় তবে শূণ্য দেখি -
আয় তবে শূন্যকে ভালবাসি ,
আয় আমারই আমার -
অসংখ্য শূণ্যের মাঝে ;
মম ভালবাসা সোপিনু তব চরণে -
বিকশিল তাহা শ্যাম-শ্যামাঞ্জনে !!