যদি সঙ্গী হবে তো এসো , ছায়ার কথা
রাখতে তোমার মনটি একমাত্র উপযুক্ত !
মাখতে হবে ধুলো , হাসির সোজা রেখা
কাটবে দাগ মহুয়ার সাদা গন্ধে অথবা , রাতের চাদর মুড়ি দিয়ে সহবাস করতে হবে ঘাসের বিবর্ণতার সাথে - তবুও , চলতে থাকা রক্তাক্ত পা শান্ত হলে -
অস্ত হবে আপাত কোন এক অধ্যায় !
" তুমি কী চাও ?" - এটাই প্রধান !!