রাজপথে তাহাদের মুখ! অগ্নুত্পাতে
তাদের নিঙরানো শরীরে ,
লাল গলিত নিষ্পাপ লাভা !
রাজপথে স্তব্ধ ভাষাহীন দর্শক -
লাভার তাপে-তপ্ত খণ্ডিত দেহের পাশে
মুখোশ পরা চোখে-নাকে,সিক্ত রুমালের
ফাঁকেই করুণা দৃষ্টি-তর্যা গানের আসরে -
ঘোষণা - তাদেরই ' আমরা ' !
' রাজা-রানীর পথে ', খোঁড়া পায়ে,পোকা
ধরা ঘায়ে শুকনো চামড়ার দিকভ্রষ্ট -
নাগরিকের প্রমাণ শুধুই ' ওরা ' ;
রাজা-রানীর ছায়া তাসের দেশে হুটারের অমোঘ শব্দ যেন জানিয়ে দেয় আশ্বাসের
ফাইল-বন্ধী বাণী; ফাটা ঘায়ে যে রক্ত -
সেই কণিকারা জানে এটাই ' যুগ ধর্ম ' !
আশ্বাসে-বিশ্বাসে আবার চলে খঞ্জ ছন্দ;
থাকে ওরা রাজপথে,আগ্নেয়গিরির গলিত লাভার অথবা পুরনো জমাট কালচে
লাল লাভায়-অভ্যস্থ দুর্গন্ধ ধোঁয়ায় !
ধর্ষিত রমণী,বিবস্ত্র শ্রেণীগত মানব জীবন
পুনরায় চেয়ে থাকে নাগরিকত্বের -
প্রমাণ দাখিলে , রাজপথের এক কোণে ;
একসময় লাভায় গলে যায় দেহ-মন -
তবুও ' তাদের ' অপেক্ষায়,আগ্নেয়গিরির
শিখড়ে; শুধুই খাদ্য ও বাঁচার তাড়নায় !!