বয়েসের কালিও হয়েছে গাঢ় -
নিস্তব্ধ রাতে ঘুমন্ত পাখী ডানার মতো ;
বুদ্ধির নিরিখ সমৃদ্ধিকে জানিয়েছে শূণ্য -
যেন তোমার দু'চোখের কাজলের আঁচড় !
রিক্ত করেছো হৃদয় তোমার শূন্যতায় -
অজস্র আদিম শূণ্যের মঝে ,
প্রহেলিকা কুয়াশা ঘেরা -
স্মৃতির নিগূঢ় নামহীন গভীর অতলে !!