পথের ধুলোয় পদচিহ্ন
খুঁজে বেড়াই ; সন্ধ্যে হলো -
ছুঁয়ে যায় আমার শরীর ,
একমুঠো ভালোবাসার আলো !
হাত ধরে পার করেছি
স্বপ্নের বাতাস !
মনে রাখা বড় কথা নয় ,
বালির চোরা রাস্তায় ভুলটাই ঠিক -!
সারা শরীর বহন করে চলেছে
অজস্র নামহীন চিহ্ন !
পারলে রাখিস মনে -
জুতোর মাপ হয়েছে বড়
তবুও , মন যে অবুঝ -
খুঁজে ফেরে ,
আলপনা আঁকা লক্ষ্মীর পা ,
পথে-ঘরের প্রতি ধুলোয় !!