তারাদের আলো আজ নিভিয়ে দাও ;
জ্বলে উঠলো হাজার লক্ষ কোটি বাতি -
অট্টালিকা থেকে রাজপথ
ভেসে যায় নব বধূর হাসির মতো I
একটু দাঁড়াও , উঁকি দাও !
ঝুঁকতে হবে তোমাকে , পারবে তো !
লক্ষ কোটি সাঁঝবাতির আলোয়
আজও জ্বলেনি আলো তাদের ,
প্রাণহীন চোখে -
তবুও বলি, মূল্যহীন মূল্য পড়ান-ওড়ানো
অভিনন্দন -শুভ দীপাবলি I I