' বৃষ্টি ' তোমায় চিনলাম না -
' কুয়াশা ' আমি ভাবলাম তুমি ' শিশির ',
পথের মাঝে স্রোতের জোয়ারে -পাল ছেঁড়া নৌকার মাঝি বলে ,
" সব এক " -
কুয়াশা-শিশির-টুপটাপ বৃষ্টি
সবই মেঘ আর জলের প্রাচীন বন্ধুত্ব -
আর ,
হাল ধরা কাণ্ডারী জানায় -
" সাবধান "
সুদূর সুনীল তরঙ্গের মাঝে ,
যেখানে চিতার ভস্মরা এক হয় ,
কুয়াশা-বৃষ্টি-শিশির পদ্মপাতার জলের মত ¦