ফোন করলাম - ওপার থেকে ভেসে এল
" কেমন আছো ?"
ফোনটাকে বললাম - লোহার দরজার
পিছনে ভলোই ছিলাম !
ক্ষণিক স্তব্ধতার পর বলল-" ভালবাস? "
মেঘ ভেঙে বৃষ্টি পড়ছে ,
আমার উত্তর শুনতে পেল না !
শুধু ফোনটা দেখল -
আমি হাসছি নিশ্চুপে !
বাইরে তখনও মেঘ ডেকেই চলেছে!!