ঘুম নেই ; চোখে ঘুম নেই -
সূর্যের আলোয় স্নান করে
পাখিরা যখন নিবিড় ভাবে পরস্পরের
চোখে ঘুমের রেশ টানে -
পড়শীদের গভীর পল্লবের মাঝেও ,
ঘুম নেই , জেগে রই নতুন দিনের আলোর গন্ধের জন্য , আশার আশে !

তারা দুটির মাঝে গভীর নিদ্রাহীনতায় জেগে থাকে আমার-তোমার মতো -
কিছু সহানুভূতি প্রত্যাশী , কিছু
দেব সৃষ্টি মানব-মানবী ;  
ঘুম নেই ! তন্দ্রার সান্নিধ্যহীনতায়
নতুন করে উদ্ভব হয় পুনরায়
কিছু মানব-সমাজ !

ঘুম নেই ! চোখের তলার কালির স্পর্শ
স্পষ্ট করে বলে দেয় -
ওরা তকমাধারী পঙ্কিল সমাজের
" অবাঞ্ছিতের " দল  !
ক্লান্তি নামে ভুরুর নীচে, মস্তিষ্কের ধূসর
কোষ শ্রান্তির সুগভীরতায় " ক্ষুধাহীন " মানবের বুকে ,
হয়তো কিছুটা বিষচক্রের তাড়নায় !

আর ঘুম নেই - নিদ্রাহীন আঁখি ক্লান্তির
করুণ ত্রাসে কখনো বা ঢলে পরে
দেব-সৃষ্টি পাখীদের জগতে ,
সমাজের সু-পাঁকের মাঝে !