হৃদয় জুড়ে রাঙবে হৃদয় বহুকাল পর -
তবুও ফেলে আসা স্মৃতির
রেখাপথে ছিল যে পলাশ রঙা
হৃদয়খানি , আজ তা সেজেছে গোধূলি
রঙা চিত্রপটে !
বাতাসে ভাসে আজ আবিল আবির
সৌরভ ; খুঁজে ফিরি কত কণা উড়েছে
বেলাশেষে জীবন ব্রজে গতিপথে !
পাওয়া না পাওয়া অনেক চৈত্রবেলায়
মুঠো করি নানা কোমল রঙের
বসন্ত ; ফিকে হয়ে যাওয়া কুরুক্ষেত্রে
প্রলেপ পরে ভালোবাসার ফাগের মন্ত্র !