মাঝ বয়েসি,শ্যাওলা বেসেছে ভলো -
প্রতি রন্ধ্র থেকে নিচ্ছে শুষে খাদ্যরস ;
প্রেমের কবিতা লিখতে পারি না !
ভেঙে পরা পাড়হীন ঘোলাটে পুকুরের মত
জলে প্রতিবিম্ব যায় না দেখা -
তবু লিখি প্রেমের ব্যর্থ কবিতা,ভালবাসা;
শ্যাওলা ঝুলে পড়ছে গা থেকে !
একটু ছায়া দিতে পারি,বসবে কি ?
জানি,ফার্ন -পচা গন্ধ উঠছে ,
তাই ব্যর্থ আজও -
শ্যাওলা বেসেছে বাসা,রন্ধ্র হচ্ছে শুষ্ক !
একটু দাও না প্রেমহীন প্রেম -
বাঁচার তাগিদ দরকার একফোঁটা নিঃশ্বাস!