পরিচয়হীনা কাকে বলে -
নিজেকে! পরিচয়হীনা কে না ;
আমি-তুমি পৃথিবীর ব্ল্যাকহোলের মাঝেও
সঙ্গহীন তারাদের বুকে নিঃসঙ্গ হয়ে থাকে
ব্রহ্মাণ্ডের গ্রহ-উপগ্রহ !
হটাত,আকাশ দিয়ে প্লেন উড়ে গেল,সভ্যতার পাশ কাটিয়ে,তবুও
সে নীল আকাশের বুকে ' একা ' ;
অভিমানের ডাক নাম ক্ষোভ !
নিশানার তীরে বাঁচতে বাঁচতে দেখবে
প্রস্ফুটিত হয়েছে সেই বাগানে! অভিমানের মাঝেও এক ছলক হাসি
সূর্যের রেশমি চাদর গায়ে দিয়ে সবজে
হাওয়ায় মাথা দুলিয়ে আহ্বান জানাচ্ছে
ক্ষোভের মধুর পরিণতিকে !
এসবের মাঝেও কি নিজেকে বলো
' পরিচয়হীনা ' !
হে নারী সবলা হও; বিবর্তন করো তোমার
অভিলাষ-অভিলক্ষ্য !
বলতে কে পারে,পরিচয়হীনাই হয়ে উঠবে তোমার মাঝে আমাদেরও ' পরিচয় ' !
তুমি এক নারী; তোমার কঠিন মুষ্ঠির অথবা পেলব ছোঁয়ায়,নাম-গোত্রহীন
কচুরিপানাকে সরিয়ে একদা দেখবে -
আমি আছি - থাকবো !
এক অনাদি কাল ধরে ,আদি নিরন্তর
ডুব দিয়ে যাও গহন তলে ,
শুষ্ক কাষ্ঠে তুমিও পাবে পৃথিবীর 'পরিচয়'!