পাশের রাস্তা চেনা রাস্তার মতো ,
দুটোতেই জল জমে ,
আমি হাসি,কোন রাস্তা আমার -!!
দু'জনেই দু'জনার মতো !
আমার গল্প ফুরিয়ে যায় -
তাও কাগজ নষ্ট হয় ,
কলম আর আমি ,রাস্তা মতো ;
মাঘ থেকে বৈশাখ -
শূন্য থেকে শুরু ,
একবার এসে চিনে নাও -
কোন কথা-রাস্তা তোমার ,
দু'জনেই দু'জনার মতো ;
তোমার স্পর্শ ,
রাস্তা চিনে নেবে -
স্পন্দন বুঝবে ভাষা -
চেনা-অচেনা
তোমার-আমার ভালবাসার মতো !!