যদি পৃথিবীর সব রঙ এক হয়েও যেত -
শুনতে পেতে ঘুম ভাঙা ডানার হাওয়ায়
মৌতাত জমেছে ঘাস-ফুল আর তুমি !
তারাদের মিছিলে আজ চাঁদ
দিয়েছে ঘোমটা -
মুঠোয় ধরা মেঘ যাচ্ছে অজানা ঠিকানায় -
যেমন,এসেছিলে কত যুগ পরে
উঠোনের এক কোণে হলুদ গাছের পাশে!

জেগে ওঠে গ্রাম-নগর-জনপদ -
প্রথম সূর্য কিরণে জন্ম নিল নতুন
পৃথিবী; অন্তঃসত্ত্বা রমণীর দুগ্ধ অমৃতের
মত আলোয় দেখেছিলেম মুখের
হাসি আজও আছে লেগে পেলব ওষ্ঠে !

উধাও শিশিরের উত্তাপ,কাকলি
গেছে থেমে; জেগে ওঠা শিশুর চোখ
দিয়ে দেখলাম- সব রঙ গেছে মিশে ,
স্বপ্নের আশিয়ানায় কথা বলে চলেছে
ক্ষুধার পাত্র!হেঁটে চলেছে আদিম পৃথিবী !
**************