তুমি আমায় ভালবাসো কিনা
এ প্রশ্নটা আজ নিরর্থক -
প্রেম করো কিনা,যা আজ প্রাসঙ্গিক !
আবহমান কাল ধরে বসন্ত আসে ,
যায় চলে- সময়ের অন্তরালে ;
পাতারা সালোকসংশ্লেষে খাদ্য জোগায় ,
ভালবাসা দেয়-ডালের সাথে আলিঙ্গন করে ;
তবু প্রেম করে কি ?
মাটির উপর তোমার অট্টালিকার পতাকা-
প্রশংসিত হও,কষ্টের সৌধ সুখী গৃহকোণ
গভীর থেকে অগভীর হয় না !
পাতা-বাড়ী সেই ভালবাসা তোমার ,
মাটির গহনে
কালের পর কাল থাকে শ্রেণীহীন -
তাদের যায় না দেখা ;
চিন্তা করেছ কি ওদের ?
তাই ভালবাসার শব্দকোষ ঘাঁটে !
আমার হাড় - চামড়ার তলায় ,
গাছের শিকড় পরজীবীর এক মিলন ঘর ;
সত্যিই প্রেম করো কি ???