শিশির ভেজা রাতে
এখনো আসেনি অবসান ;
প্রতিনিয়ত চলেছে সংঘর্ষ
রাত স্নান করে চাঁদের আলোয় ,
অমাবস্যা হলেও পূর্ণিমার
নেই দেরী ; অবসান থেকে যাত্রা শুরু !
আনব একমুঠো বাস্তব; ছুঁয়ে দেখো -
স্বপ্ন নয়,দুই নিঃশ্বাসে গরম হয়েছে
আমাদের শীতল স্বপ্নগুলো ,
ক্ষণিক অপেক্ষা পুনরায় করো আমার পরিচয় !!
**************