সব ঠিক হয়ে যাবে কিন্তু !
শীতের ফাটা জমির অনুর্বর ঠোঁটে
চুম্বনের অপেক্ষা ;
ভিজবে তোমার শরীর ভালবাসার
শব্দহীন ভাষায় !
সব ঠিক হলে ফুলহীন শয্যায়
ক্লান্তি নেবে আশ্রয় !
পুড়ছে শরীর , ফাটছে চামড়া -
মল্লার রাগে এসো অথবা তোমার লয়ে !
যদি ঠিক হয় সব ,এসো
মাত্র একবার ; লেহন করো আমার প্রতি অঙ্গ !
নীলাভ শরীর ডাকছে -
তোমার সৌন্দর্যে তুমি সুন্দর !!
**************