হইল রজনী শেষ,নিঃশ্বাস যায় বাহি-
আজিও রয়েছে আমি পথ পানে চাহি .
প্রত্যাখ্যান করেছিনু একদা তব !
কহিব কিবা ,স্তব্ধ চিত্ত মম .
রাজনন্দন কিবা রাজনন্দিনী নহে প্রশ্ন আজি -
অশ্রু ধারায় বারে বারে ভাবি,চিত্ত মোর রাজি .
সখা রূপে এস হে,মম নবীন চিত্তমায়া-
রহ মোর বক্ষে হয়ে নিত্য হৃদি ছায়া .
কিবা আছে,কিবা হবে,যদি বা হও তুমি নর -
আমি কিরীটি-যিষ্ণু ,যে বা হই-তুমি মোর চিত্ত হর .
হে সখা,এস তুমি মোর হৃদি পদ্ম মাঝে -
নিত্য থাকো মম জীবন জোয়ারে নব নব সাজে !!
**********