একি তব বেশ ! রত্নখচিত আভরণ -
তুমি কে? কোথায় সৌকৌমার্যবরণ !

নিশ্চয় এবে মম চক্ষের ভুলের রেশ -
কিশোর বালকের মাথে আজি বেনীবদ্ধ কেশ ?

আমার,সুকোমল-বালক কিশোর সুহাস -
নরও নয়,নারীও-একি পরিহাস !!
শুন তবে -
আমি পুরুষ,প্রেমসঙ্গ নাহি দিব কোন পুরুষের ,
ধিক্ ধিক্,তোমায় সহস্র ধিক্কার !

যাও চলি,স্থান নাহি দিব মোর মাঝে ,
শতাধিক ঘৃণা থাকিল তোমা নব সাজে !!
**************