হে  রেবতী,আমি বসন্ত ঋতুমালা -
            সখা আমি তব ,
জানি    অঙ্গে অঙ্গে তব একি জ্বালা ;
ঋতুরাজ হয়েছি প্রকৃতির মাঝে রব .
              
            আসি -যাই ক্ষণিকের তরে -
চিত্রানী   এ মোর অনুরোধ তোমা কাছে ,
কন্দর্প    সহায় হবে তব কোমল পাশে ;
              উপাসনা কর তার -
          জৌবন মদে-মত্ততা হবে বারংবার.
            অঙ্গে অঙ্গে ঋতুর পরশ ,
রন্ধ্রে    পশিবে অনঙ্গ দিবে নব হরস !
যে       ফাল্গুনীরে পাও নাই তব শ্বাসে -
বাসন্তিক  মনোহর-মত্ত নয়ানে গান্ডিবী ,
               পরিবে তব ভুজপাশে  !!
***********************