তুহু প্রেম পিয়াসী ,
অঙ্গ অঙ্গ লাগি
বসন্ত দাঁড়ায়সি তোহারও দ্বারে -
জানিবি কি , হৃদি পঙ্কজ
বিকশিল বসন্ত সমাগমে .

মুই না ছোড়বি তোহার রঞ্জিতপদ,
চুম্বন দেহু অঙ্গ অঙ্গ ভরি ;
তাতল সইকত জীবন তোহার -
ঋতুরাজ পরশে তনু তটে লাগি জোয়ার .
পবিত্র প্রার্থনা মোর,অভিসার লাগি -
কভু না ভুলিবি মোয় !!
*******************