ইচ্ছে করে দুপুরবেলায় একছুটে দিই ডুব ,
হয়তো মাগো,খুঁজে পাবো অতল জলের রূপ .
মাগো,আমার লক্ষ্মী মা,রেখো না আমায় চার দেওয়ালের মাঝে -
চেয়ে দেখো আমার ছোট্ট জগত রাঙ্গিয়ে আছে হরেকরকম সাজে !
সকাল থেকে রাত হল যে,পড়ার শেষে পড়া -
জানি,মেয়েবেলায় তোমার চোখেও নাড়াতো এসে রূপ সাগরের কড়া !
লুকিয়ে যখন আনব তুলে শাপলা ফুলের তোড়া -
লক্ষ্মীটি,সাজিয়ে রেখো ওই ফুলের
ছোট্ট দু'টি জোড়া !
জানো মাগো,নেইকো আমার কোন সাথী
ডুব দিই যখন অতল নীলে,ঢেউগুলো হয় আমার কল্পলোকের সমব্যাথী !
ভো-কাট্টা ঘুড়ি যখন নীলাকাশে ভাসে -
আসি তখন বেজার মুখে
বেজায় জটিল অঙ্ক করার কাজে !
দাও না মাগো একটুখানি ছুটি,অঙ্ক করা ফেলে -
কাদা-ধূলায় আসব যখন না হয় দিলে স্নেহের আঁচল মেলে !
তুমিও জানো,আমিও জানি রইব না আর ছোট্ট -
হয়তো,সেদিন স্মৃতির ধুলোয় পাবে আমার দুষ্টুমির ফোটো !!
********************