কত ভাষা
**********
তুমি জান কত ভাষা ,
অভিধান তোমাকে দেখলে লজ্জা পায় ।
কিন্তু, কান্নার আওয়াজ, নক্ষত্রের
চলাফেরার- কথার ধ্বনির কাছে
কেন লাগে অসহায় তোমায় !
সকল প্রশ্নের উত্তর তুমি জানো-
এ আমার গর্ব-
একবার , যদি পারো নিঃশ্বাসের
রক্ত কেমন বল, তার আবর্তের ভাষাটা বল !
সব থাক, অর্থ-প্রশ্ন ইত্যাদি-
ভালোবাসার স্তব্ধতার
গভীরতা পারলে বুঝিয়ে না হয় দিও ;
সূর্য ওঠার পালা-
হাঁটতে শুরু করলাম আবার নবাঙ্কুরের খোঁজে ।।