যদি
********কবি- পবিত্র  চক্রবর্তী
যদি যাইবা চলে,একবার মনে করো ;
যে তারা আজও জ্বলে আছে
আঁধারের বুকে ,
সধবার ফ্যাকাসে সিঁদুরের মতো
অথবা,পিরামিডে শায়িত রাজরানী -
যে তার ফারাওয়ের যুদ্ধ জয়ের পর ,
পড়িয়েছিল রাজটীকা -
ইতিহাসের প্রাচীন খসে পরা নগরীর মত.

না থাকার মানে,না থাকা নয় -
প্রতীক্ষায় আজও যে ক্লান্ত,
সে বলি কোন নির্বাক উপভাষায় !
শত সূর্যের অবসান - উদয় ,
ক্লান্ত করে নি আদিমতম ইন্দ্রিয়দের
মায়াময় ছলনার খেলা !

যে রাতে আপাত ঘুম আগুন ধিকিধিকি
জ্বলে আবারও করেছে উত্তপ্ত যেমন .
সকল জৈবিক বন্ধন দূরে সরিয়ে -
যে শিশু প্রথম আলো দেখে
কোমল চোখ খুলেছিলো ঠিক তেমন .

দারুচিনির দ্বীপে , হয়তো হবে মিলন তোমার-আমার,উপেক্ষিত সহবাস ;
এখন থাক , মৃত্যুর পরেও
হাজার নীহারিকার মাঝে জন্ম নেবে
কোন এক শ্রেণী সংগ্রামের প্রতিনিধি !
***********************