নগ্নতা
..........................
মুহুর্তের গ্রাসে পাড় ভাঙ্গা
হৃদয়,মরছে কতবার;
তাও,যে সৌরভে মত্ত
তুলির আঁচড় কাটে
রাতের গভীরে মধুহীন
উষ্ণতা! এখনও তাজা
কিছু স্পন্দন খুঁজে চলে
মুক্তির গোধূলীলগ্ন !

নিয়ে চল আমায় অজানা
দ্বীপে,তোমার সার্থে করতে
পার ধর্ষণ আমায় ;
প্রতি রন্ধ্রে আসুক মত্ততা!
কেন পারছো না ছিঁড়ে
দেখতে বক্ষ আমার !!

প্রাচীন কোন এক নগরীর
পাঁজরে হয়তো লেগে আছে
আজও গোত্রহীন ভালবাসার
ইতিকথা !একটি বার
ছিঁড়ে দাও পেলব ফাঁসে
বন্ধী নিমগ্ন কান্নার নগ্নতা..
...................****.............