শেষের পর
........................
দেখলে তো চলে যাওয়া কত সুন্দর,
দেখলে তো সব কিছুর পর কত পরের কথা,এস না কথা বলি নদীর পাড়ে -
মনে যে লাগে রোদ জ্যোত্স্না,তার  ছোঁয়ায় যে ভেলা ভাসবে,এস মাথা দাও সব শেষের পরে. আমি বা তুমি যে কথা বলি নি রক্তের উষ্ণতার মাঝে,আজ আবার শুরু করি আদিম অ -বসন্তের যাত্রা,কালের প্রবাহে -
আঁধার,আমর  বড় প্রিয় -গন্ধ পাই
নীলাভ মৃত্যুর শীতল স্পর্শ এ আগুন ঝরানো খাঁচায়,এস তবে গভীর ভাবে.