প্রথম ও শেষ
************
তোর সাথে যেদিন ঘনিষ্ঠ হয়েছিলাম
সেদিন কত আঁচড় লেগেছিল এ বুকে-
স্তন পান করে বলিষ্ঠ কিছু শিশু
পুনরায় চুম্বনে করবে সিক্ত .
চলতে চলতে চলার ইতিহাস,
তবু থামে না পদচিহ্ন ;
সঞ্চিত কিছু সুধা
বিস্তৃত হয়ে যে পৃথিবীর শয্যায় ছিল ,
ফিরে আবার তার জঠরে আঁকবে
ক্ষণিক ভালবাসার চিহ্ন ..
********************