অনেকদিন পর
**************
বেশ কিছু রয়ে গেল প্রাচীন নগরীর মতো
এ বুকের উন্নত গহ্বরে .
দেখলাম আজ হেঁটে চলেছে
খাজুরাহ কিংবা বাইজন্টিয়াম সভ্যতা .
হয়ত ,চোখের জঠর হলদে হলেও ,
শ্যামলিমা দেখবে আগামী সূর্য .
আমার জন্ম আবার হবে ;
তোমার রেখে যাওয়া কণ্টকময়
সুখ শয্যায় অথবা আমার
ফেলে আসা ধূলিপথে .
***************