পুনরায় স্বীকারোক্তি
হাওয়া ,
আজ ভাবলাম ছুটি দেব
পূর্ণিমার শেষ ছায়ার মাঝে,
হল না বন্ধু! উত্তর ফাল্গুনী
রাশি ফলে যে ঠিকানা
রেখে গেছিলো,সেখানেই
আজ গড়ি কিছু কথার
অবয়ব; একটু কাছে এস
ধরি তোমার উষ্ণতা ;
ওই দেখো,একটা পুঞ্জীভূত
আলোক রেখা ছুটে চলেছে
রাতের গভীরতাকে লেহন করে !
বিক্ষুদ্ধ কান্না ভিজিয়েছে বহমান
আকাশগঙ্গার দু'কূল ;
জানি আমি ওই ভাষার আর্তরব
তুমি আমাকে শেখাবে না, তাই তো
এতটা বড় ভালবাসা তুলে দিয়েছি
স্বপ্নের ছায়াছবিতে ;
জানো আজ দুপুরে দেখেছি
কবরের শেষবার মাটি দেওয়ার
সময়!কী গভীর প্রশান্তি
দুই বদ্ধ চোখে !
স্তব্ধতা,ধীর লয়ে তোমার
ঠোঁটের নীলচে হাসি
রেখে গেল,হয়তো এ রাতের
কবিতার ভাষা;
কাল যে শরীরটা গরম করেছিল
আরেক রেখাপথকে, তা হয়ত
হৃদয়হীন আদিমতর আবেদন ;
গোপন না করা তোমার শক্তি
আর আগের মতই অক্ষমতা ;
ইতি
গতিহীন ধূলোপথ