শোষণ  [কবি-পবিত্র চক্রবর্তী
**********************
একদিন জল মাটিকে বললো ,
আমি তোমায় ভালবাসি ;
একদা মাটি জানালো সে প্রেমে আবদ্ধ.
জল মাটির কোলে মাথা রেখে ,
চুমু খেয়ে -
এগোতে লাগলো -এগোতেই লাগলো ,
আরও বহুদূর -
সেদিন আমি জলকে প্রশ্ন করলাম,
"এটা কি 'সার্কাস' "!!
জল নিরুত্তর -নিশ্চুপ -নির্বাক ;
মাটির কাছে জানতে চাইলাম -
"এটা কি 'নাটক' "!!
সেও স্তব্দ,অনাদিকালের মতো ,
আমি চিন্তিত,কে কাকে শুষে নেয় -
" ফল্গু, তুমিও এর উত্তর জান কি ?"
**********************************