ভালোবাসি বলে যে ঘৃণাগুলো প্রতিনিয়ত
এলোকেশের মত উড়ন্ত হাওয়ায় পড়ন্ত
গোধূলিতে এলোমেলো থাকে , সূর্যের
আপাত শেষ রশ্মির মত খেড়ো নদীর গহ্বরে
কুণ্ডলী পাকানো প্ল্যাসেন্টা আর ঠিক তারই
নান্দনিক লয়ে অবহেলাদের বিলি কেটে কেটে
কবরী বেঁধে দেই । পাশে সজ্জিত থাকে অবহেলা ।
হয়তো এইভাবেই জরায়ুর অকাল কান্না আর --
গোলাপ লাল রক্তে ক্ষরণ হয় অব্যক্ত থাকবে
কিছু যন্ত্রনাদের নিশ্চুপ অভিলাষ । তবুও দেখি ,
কত দগ্ধ হয় এমন ভাবেই হৃদয় । ক্রমে ,
ঘূর্ণিঝড়ের শেষ দাপটে উপড়ে পরে বনস্পতিদের
সংসার অথবা ,মাথা নুইয়ে থাকে গুল্মের কলোনী ।
সেই মত ভালোবাসাদের দীনতা রেখে যাবে
হয়তো , প্রতিদিনের মুখোশ পরা প্রেমের দিবস ॥