উড়ন্ত মেঘের মত নিমিষে না হলেও পুনরায়
আসবে বলে এখন পাহাড়ী নদীদের বুক ,
সদ্য যৌবনা স্তনের মত । অমৃত সুধা পাওয়ার
আশায় শিকড় বাঁধে ফাল্গুনী বৃক্ষকুল ।
কিছু নয় , ঘুমন্ত পাথরের পৃষ্ঠা জানিয়ে দেয় ---
কত চুম্বন খেয়েছে স্রোতস্বিনীর স্মৃতি আলেখ্য ।
অপেক্ষার অপেক্ষা শেখায় ভালোবাসারা
থাকে লুকিয়ে পরিস্থিতির আধারে ॥