এ কবিতার পিতৃত্ব একান্তই তোমার । ছুঁড়ে দেওয়া
বীজে অক্ষরের স্পষ্টতা , অস্বীকার করবে কী ভাবে ?
ভেবে দেখো , যেদিন তোমার পৌরুষ আমার কলমের
জন্ম মুখকে পাশবিক উল্লাসে পেষণ করেছিল , ঠিক
সেই ক্ষণেই এর বীর্য লগ্নের সূত্রপাত । আর আমি ?
অথবা আমার ? নিস্পন্দ শারীরিক পরিভাষা তার ?
পাঁজরের চোরা পথে ঝুলে আছে গলিত হৃদয় টুকরো ।
সাদা থেকে লাল আর তারপর থকথকে খয়েরী রক্তের
কান্নারা অর্থহীন হয়ে পড়ে থাকে । আজ শেষে প্রশ্ন বা
দাবী , নিকোটিন কেন লেগে আছে ঠোঁটে !! তবে থাক
ছুঁয়ে চামড়ায় কিছু তামাক পোড়া গন্ধ । পারলে এসো ,
ভেদ কর কোষ আস্তরণ পুনরায় , ধুঁকে চলা স্পন্দন । তোমার কথা বলছে কী নিকোটিনের পর !!