ক্লান্ত সূর্যের পিঠে পত্র বিহীন শাখা-প্রশাখার
আলিঙ্গনে মনে হয় আদিম হই পুনরায় । ধূলিমাখা
পথে ক্রমশ এগিয়ে চলে যান্ত্রিকতার সংগম ;
বসুন্ধরার আদি দূত করে চলে অনাদিকাল ধরে
আহ্বান , তবুও বংশবৃদ্ধির তাড়নায় ওদের খণ্ডিত
দেহে আঁচড় কাটে বাসস্থান । তাই তো কালের
অবগাহনে হয় ফাল্গুনী পত্র বিমোচন । লুটিয়ে
থাকে খয়েরী থেকে ঈষৎ সবজেটে অশ্রু ।
না হয় আবার হই আদিম । শোধ করি ফেলা আসা
আবদ্ধ ঋণ । কতটা হবে পরিমাপ তা আপেক্ষিক ,
তবুও , শিকল বাঁধি তর্কের খাতায় । যতটা পারি ,
মহাকালের কাছে নত করি উদ্ধত মেরুদণ্ড --
এসো , খেলার ছলে খেলি আদিম খেলা ॥