হিসেব অনুযায়ী হিসেব না করতে পারাটা
নিয়ত জন্মক্ষণের সংগা । আর তারপর , জন্ম
থেকে আপাত মৃত্যু দিক বদলায় জ্যামিতিক
ত্রিকোণমিতি । ঠিক এমনই এক ' মৃত্যু থেকে জন্ম '
চোর-পুলিশ খেলায় , আকস্মিক অথচ বেমানান নয় অক্ষাংশ-দ্রাঘিমাংশ চরিত্রগুলি কাটতে থাকে
আঁক । লাভ ক্ষতির পাটিগণিতে পরিধি হারায় পথ ।
অবশেষে চিরস্থায়ী বন্দোবস্তের পাল্লা হয় মজবুত ।
ভোর হয় । পাতাদের ঘুম ভাঙে । ন'মাস পর স্ফীত
উদরে লাথি মেরে আরেক ব্যাসার্ধ আমারই মত
পুনরায় অস্তিত্ব প্রমাণে হয় সচেষ্ট । আর আমি ! আমি এখন অঙ্কের শেষ অধ্যায় । ক্রমশ বিন্দু থেকে বিন্দু ।মৃত্যু তুমি তো জন্ম ! তোমার ব্যাস কত ?