তোকে ভালোবাসার অর্থগুলি ,
এক-দুই-তিন করে সাজালেও -
অর্থ বোঝেনা এ মন ! তবুও ,
অগোছালো আনমনা কায়াহীন অফুরন্ত
ভাষাগুলো নিয়ত বুনট তোলে , হৃদয়ের
লাল কণিকার দুরন্ত অনন্ত স্রোতে ।
দুটি মন কথা তোলে , বোনে শব্দমালা -
যেমন করে গুন্ঠনবতী চাঁদ রজনীর বুকে ,
আড় ভাঙে ঘোমটার । ভাষায় ভাষায় স্রোত ;
ভাসাই ভেলা প্রতিক্ষণে ।
চল আজ , পা দুটি ডোবাই ফেনিল স্বপ্নে ;
আর তারপর , ইতিহাসের ইতিহাস গড়ি -
তোর-আমার দু-ফোঁটা স্পন্দনে । আমার-
তোর সবাক চাহনি , বোঝে অভিমান ;
আয় , চার-তিন-দুই-এক করে সৃষ্টি করি ,
উষ্ণ পিরামিডের বক্ষ ; বুকে কান পেতে
শুনি , আমাদের জীবনালেক্ষ্য কোন এক -
জোনাকি রজনীর নিশীথে ।।