বর্ণের সাথে বর্ণের সহবাসে সৃষ্টি হয় মনের
যে ক্ষুধা , সেই সোহাগের জন্য কতটা
সময় দেয় আমার পাশের উষ্ণ নিঃশ্বাস গুলি ?
অসংখ্য বর্ণালেখ্য আঁকিবুকি কাটে পৃষ্ঠার জঠরে ,
ঠিক যেভাবে বালিহাঁস পাখায় মাখে বাতাসের
অদৃশ্য কণার আণবিক সজীব চিত্র ।
সহসা ঘুম ভাঙা এক উজ্জ্বল সকালে শিকারীর
অগ্নিগর্ভ থেকে ছুটে আসে দুরন্ত সীসা , বিদীর্ণ
হয় পরিযায়ীদের আপেক্ষিক সংসার । ঠিক
তেমনি এক না মনে রাখা দিনে মাথা কুটে যায়
কবিতার আপন সন্তান -- শব্দ । নীরবে অশ্রু
ফেলে কলমের ভাঙা মুখ । বাঁজা হয় পৃষ্ঠা ।
আজ , কালের স্রোতে অবগাহন করেছি , গা ময়
আপাত নতুন সূর্য কিরণ । যে কালের তরঙ্গে
লেগেছিল পঙ্কিলতা , করেছিল ক্ষত-বিক্ষত ---
তা জোড়াতালি হৃদয়ে রাখলাম পাশে ।
আশাহীন ভাবে আশাদের সংসারে নীরব যাত্রা --
গর্ভহীন কলমে , শব্দের সংসার -- কবিতার জন্ম ॥