এতো গভীর ঘুম বহুকাল পর ছুঁয়ে
গেলো এই দেহ ! পল্লীর উষ্ণ সিদ্ধ
চালের উদাসী গন্ধ বাতাসে তখন
ভাসিয়েছে গা ! ক্লান্ত এ অবয়ব -
আড়ষ্টতা কাটিয়ে চোখে প্রতিবিম্ব
করে , বর্ষায় সদ্য যৌবনবতী
পুষ্করিণীর গায়ে -- পলকা বায়ুতে
রোমাঞ্চ জাগে প্রতি লোমে ! আমায়
নিয়ে চলে , আগাম কোন এক কল্প পথে ।
এ বাঁক - সে বাঁক পেরিয়ে কুয়াশা ঘেরা
নদী বক্ষ , যেন করেছিল আমারই স্তব্ধ
অপেক্ষা ! ধীরে ধীরে অবগাহনের পর ,
বিশুদ্ধ হয় এ খয়েরী হৃদয় ! তখনও
জাগেনি ভোরের সেই কাব্যের ফিঙে -
দোয়েল পরিবার ! কেবল , একাকী
ফকির-সাধুর মত চলেছি সব মেঠো
পথ আপাত বন্ধন ছিঁড়ে , নিখিল বন্ধনে ।
অহিংস হয়েছে মন , যেন ঠিক প্রাচীন
বটবৃক্ষ দিয়েছে মন্ত্র এ দেহে-চিত্তে --
আমি চলেছি আর চলেছি উত্স মুখে ॥