সত্যি আর মিথ্যা মেশানো কংক্রিট রাজপথে
নিয়ত সংঘর্ষের সম্মুখীন অণু এবং তস্য অণুদের
দাম্ভিক পায়ে পা আর গা বাঁচান পদ মিছিল ।
মৃত্যুর কাফেন জড়িয়ে অলক্ষ্যের উদ্দেশ্য আপাত
লক্ষ্যের , লক্ষ প্রতিশ্রুতি অথবা জোড়া
কথা ভাঙার একগুঁয়ে একাগ্র অভিসন্ধি ।
কোষগুলো বড্ড ছোট্ট ছিল , হাড়ের সংখ্যা
যখন পারস্পরিক সন্ধি না ঘটিয়েও বিচ্ছেদ
ঘটায় নি ; প্রথম কুঁড়ি উন্মোচনে ভ্রমরের পাখার
গুনগুন ধ্বনির সরলতার মত ছিল জীবন ।
বোধের বাইরে অদেখা কল্প চেতনারা সবুজ-
সারল্যে জ্যামিতিক সমীকরণে ছিল একথাল
পূব আকাশে সফেন পূর্ণ চন্দ্রিমা ।
ধীরে , কথিত বোধের উপর ধূসর পদার্থের পরত
একে একে সরের মত ওঠে জমে , শক্ত হয় হাড় ,
মজ্জাদের বিচ্ছিন্ন তরল সংসার গাঢ় হয় ।
ঠিক সেই পুণ্য লগ্নে -- সহজ কথা কত যে কঠিন
বলা , ভুলতে শেখে সারল্যের ফেলে আসা
শৈশব চৈতন্যের নানা মাপজোক , কত গণিত ॥