আমার কলম আঁকছে যে ছবি পৃষ্ঠাদের বুকে
নিয়ত , তার প্রতিধ্বনি উঠেছিলো হাজার বছর
আগে কোন এক আঁধারে গুম্ফার বুকে । লিপিদের
বোবা কান্না ক্রমে ক্রমে গেয়ে ওঠে যৌথ সঙ্গীত ,
প্রান্ত থেকে দিগন্তের অসীমে । ভোরের সুনীল
তরঙ্গে , ঊষার ম্লান অথচ নির্মল আলোয় সেজে
ওঠে বাক্যের উল্লাস ; যে উল্লাসে সেজে ওঠে
সিক্ত সৈকত । ভাঙে মুক্তো গাঁথা ঝিনুকের জঠর --
একই লয়ে ঘুম থেকে জেগে ওঠে প্রত্যয়ী কিছু
মানুষের হৃদয়ের তৃতীয় চোখ ।
জিহ্বার আড়ষ্টতা কাটে ভাষার দৃঢ়তায় ; উচ্চারিত
হয় বর্ণমালা শ্বাস থেকে দীর্ঘশ্বাসে এবং ইতি অবধি ।
আমি মানি না কোন প্রতীকী দিবস তাঁদের স্মরণে ,
যেভাবে , ভোর-সমুদ্র-নিষ্পাপ ফুলের সৌরভ
ভোলে না বিচ্ছুরিত করতে নিজেদের ছন্দ-লয় ।
মা , তোমার স্মরণ আমার প্রতি শিরায় ।
বীর শহীদ , তোমাদের বলিদানে জেগে ওঠে ,
স্নিগ্ধতায়-গর্জে এ কলমের প্রতি বিন্দু-কালিতে ॥