নরম কুসুমের মত সকালে
কখন যে গেলে, তা জানি না !
এত অভিনয় ! রামধনু আকাশ
আজ ক্ষয়িষ্ণু চাঁদের মত
ক্রমশ তীক্ষ্ণতা হারিয়ে , মরা
আলোয় দেখি, তুমি যাচ্ছ ফিরে ।

পাতলা কাঁচে বারবার তোমাকে
দেখলেও, ভাবা কঠিন কত
ঠুনকো সম্পর্কের ইতিবৃত্ত ।

আকণ্ঠ পান করেছিলাম, ঘামে
ভেজা শরীরের উষ্ণতা ; তাও
আকাশ আজ রঙহীন হল ।

অভিশপ্ত সংজ্ঞা নিয়ে নিয়ত
সংগ্রাম করেছে ক্ষুদ্র
যে প্রান শক্তি- তাগিদ কি
শুধু আমার !
উত্তর নেই – শুধুই স্তব্ধতা ,
সত্য কুশ্রি হলেও , এসো
ভালোবাসি তোমায় ॥