থাক না অভিমানের রেশ আষ্টেপৃষ্ঠে ;
খেলতে খেলতে পাথরের কোল বেয়ে -
অনুরাগের খুনসুটি অবশেষে জমতে
থাকে অধর থেকে ওষ্ঠের সঙ্গমে ! এই
ভাবেই সময় প্রবাহে মিলিত হয় দিন
থেকে মাসের স্বরলিপি হৃদয় পৃষ্ঠায় ।

খেলা থেমে ছিল মাঝ পথে , হয়তো
সঞ্চিত হয় শিমুল রাগ জমাট সংসার
গ্লেসিয়ারে ! ঘড়ির কাঁটায় মাথা কুটে
যায় , আমার-তোমার কৃষ্ণ কেশের
জৌলুস ! আবারও মহামিলনের
পূর্ব লগ্নে হোক না শুরু রাগ-অভিযোগ
খেলা ! অদূরে অপেক্ষারত কালের
যাত্রা ; আজ, উষ্ণ পেয়ালায় নেব
তোমার ফেলে আসা উষ্ণতা ।।