তুমি আমাকে যে রঙে রাঙাবে ,
চামড়ার প্রথম স্তরে থাকবে তা লেগে ;
শেষ স্তরটি রঙীন হয়ে উঠবে যখন ,
তোমার নগ্নতার পর বসন হয়ে উঠবে
পত্র ও আনুষাঙ্গিক পুষ্প ।
আমি তোমাকে রঙ দিয়েছিলাম --
তা আজ পাহাড়ী ক্রিসমাস বৃক্ষের
পাতার মত হয়েছে কালচে ।
মেঘেদের পাঠিয়ে দিলাম ; বৃষ্টি দাও
সোহাগের । অনুরাগের স্পর্শে
সিক্ত হোক তোমার এ তনু হৃদয় থেকে ।
বারংবার , থরে-বিথরে রঙের বন্যা ;
রঙ কী লাগে শুধু রোমকূপের গহ্বরে ?
রেঙে উঠুক মনের অলিন্দে আদি থেকে অন্তে ॥