এখানে গোধূলীর পর কংক্রিটের
বুকে জেগে ওঠে লোমহীন হিংস্র
নখের চিত্র । অন্ধকারে শিকারী পেঁচার
মতো ছিঁড়ে খেতে চায় নরম আলো ।
আজও বয়ে চলে আঁধার তার বেনামী
কলংকের বোঝা আর গভীর হয় পৃথিবীর
দীর্ঘশ্বাস । ইতিহাসের কালো অধ্যায়ে
জারজ সন্তান , এখনও বাজায় দামামা ।
এখানে প্রেম এখন অবাঞ্ছিত । ধর্ষন সুখ-শয্যা ।
ক্ষিদের পেটে অভিশাপ হানে ভাগাড়ের আত্মা ।
রঙের খেলায় মাতবে প্রান্তর পড়ন্ত বিকালে --
শুধু দু'চোখ খোঁজে কাঠগোলাপের ছায়া ,
একটু নিভৃত নিরালা । খুঁজে দেবে কি একটু শান্তি ॥