দেবী বিসর্জন ..... শুভ বিজয়া দশমী।
শুভ বিজয়ার কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
বাঙালির দুর্গাপূজা পূজে দেবী দশভূজা
মা আসেন পাঁচ দিন তরে,
দশমীতে বিসর্জন করে সবে আয়োজন
সবার নয়নে অশ্রু ঝরে।
পূজার আনন্দে সবে হাসি গানে কলরবে
মেতে উঠে সবাকার প্রাণ,
অবশেষে দশমীতে সকলেই উঠে মেতে
গায় সবে বিজয়ার গান।
নদীর ঘাটের কাছে খুশিতে সকলে নাচে
নদী জলে দেবী বিসর্জন,
জয়ধ্বনি কর সবে পর বর্ষে পূনঃ হবে
যাও তবে কৈলাস ভবন।
দেবী বিজয়ার পরে সকলেই ফিরে ঘরে
পূজার মণ্ডপ দেখি ফাঁকা,
পূজার প্যাণ্ডেল নাই দেখিবারে নাহি পাই
বাঁশ খুঁটি পাশে আছে রাখা।
অজয় নদীর চরে সোনা রোদ পড়ে ঝরে
শালিকেরা করে কলরব,
একটি বছর তরে সবাই প্রতীক্ষা করে
বাঙালির পূজা উৎসব।