বসন্তের ভালবাসার দিনগুলি একে একে পার হয়ে গেল।  গোলাপ-দিবস, প্রস্তাবিত দিবস, চকোলেট দিবস, টেডি দিবস, প্রতিশ্রুতি দিবস, আলিঙ্গন দিবস ও সবশেষে বিশ্ব ভালবাসা দিবস।
মনে রাখবেন:
১. প্রেয়সীকে একটা গোলাপ দিতে কোন আলাদা 'রোজ ডে' লাগে না যদি ভালোবাসা টা সত্যি হয়।
২. ভালোবাসার মানুষকে একবার ভালোবাসার প্রস্তাব দিতে আলাদা কোন 'প্রপোজ ডে' লাগে না যদি ভালোবাসা খাদ মুক্ত হয়।
৩. ভালোবাসার মানুষকে ভালোবেসে চকলেট দিতে আলাদা কোন 'চকলেট ডে' লাগে কি? কখনোই না!
৪. ভালোবাসার মানুষকে একটা টেডিবিয়ার কিনে দিয়ে ছোট বাচ্চা দের মত খুশি করতে আলাদা কোন 'টেডি ডে' দরকার পড়ে না।
৫. ভালোবাসার মানুষকে আজীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিতে আলাদা কোন 'প্রমিজ' দরকার পড়ে না।
৬. আপনজনের সান্নিধ্যের নতুন আলো পথ দেখায় নতুন আঙ্গিকে। ’হাগ ডে’। বাংলা করলে যা দাঁড়ায়- ’আলিঙ্গন দিবস’। আর সে আলিঙ্গনটি হতে পারে প্রিয় মানুষ, প্রিয় প্রাণীটির সঙ্গেও।
৭. প্রেয়সী কে একবার ভালোবেসে তার ঠোঁট স্পর্শ করতে আলাদা কোন 'কিস ডে' এর প্রয়োজন পড়ে কি??
৮. প্রেয়সী কে ভালোবাসার কথা জানাতে কি শুধু বছরে একটি দিনই হয়?? আর কোন দিন কি বলা যায় না?? ভালোবাসা দিবস কি একটাই?? পুরো বছরে কি আর ভালোবাসার কথা বলা যায় না??

প্রকৃত ভালোবাসা মানে না কোন আলাদা দিন।নির্দিষ্ট একটি দিনে সীমাবদ্ধ থাকে না। বেঁচে থাকুক ভালোবাসা সারাটা বছর জুড়ে। শুধু নির্দিষ্ট কয়েকটি দিবসকে কেন্দ্র করে নয়, জীবনের প্রতিটি মাস, ক্ষণ ভরে থাকুক শুধু আনন্দে উচ্ছ্বাসে আর নিরন্তর ভালোবাসায়। ভালোবাসায় পূর্ণ হোক সবার হৃদয়।

আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্তের দ্বিতীয় দিনে ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ হয় পবিত্র। ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ।
ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু তরুণ-তরুণী নয়, নানা বয়সের মানুষই ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটাবেন। দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ।
আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই।

সেই ভাবনার আলোকে আমার কবিতা।

ভালবাসা দিবসের কবিতা (বিবিধ কবিতা)
                      কলমে  - কবি লক্ষ্মণ ভাণ্ডারী

প্রেমের গোলাপ যদি দেয় প্রিয়জনে,
বিনিময়ে হৃদয়ের ভালবাসা কেনে।
গোলাপের বিনিময়ে হয় ভালবাসা,
মনে জাগে নব প্রেম নব নব আশা।

ভালবাসা দিবসে গোলাপ বিনিময়,
অভিন্ন হৃদয় দুটি এক হয়ে রয়।
গোলাপের ভালবাসা চিরস্থায়ী হয়,
লাগে ভাল তাই সবে ভালবাসা কয়।

ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
কাঁটাযুক্ত গোলাপের বিদীর্ণ হৃদয়।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিঁধে যায়,
আত্মহত্যা ছাড়া আর অন্য পথ নাই।

কাঁটা ভাবি চিন্তা সবে কর অকারণ,
গোলাপ বিহীনে ব্যর্থ মানব জীবন।
গোলাপের গায়ে কাঁটা সুগন্ধ ছড়ায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।

বিশ্ব ভালবাসা দিবসের কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

মানুষে মানুষে হোক প্রীতির বাঁধন
ভালবাসা দিবসের দৃঢ় অঙ্গীকার,
মানুষকে ভালবেসে করহ আপন
মানুষকে ভালবাস সেবা কর তার।

বিশ্বপ্রেম ভালবাসা দিবস আজিকে
বিশ্বজুড়ে ভালবাসা করিছে পালন,
মানুষের পাশে এসে হাত হাত রেখে
মানব প্রেমিক হও হোক দৃঢ় পন।

সুখেদুখে থাক যদি মানবের পাশে
জগতে মানব সেবা শ্রেষ্ঠ ধর্ম হয়,
বিপদ আর আপদ যদি কভু আসে
পাশে থেকে কর জয় মানব হৃদয়।

জীবজ্ঞানে শিবসেবা মানবের ধর্ম
ভালবাসা দিবসেতে কর অঙ্গীকার,
মানবের সেবা করা হয় পূণ্য কর্ম
মানবেরে বাঁচিবার দাও অধিকার।

ভালবাসা দিবস সপ্তাহ ......ভালবাসা দিবস আজি
ভালবাসা দিবসের কবিতা (প্রথম পরিচ্ছেদ)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

ভালবাসা দিবসের অপূর্ব আখ্যান,
কবিতায় কহে কবি লক্ষ্মণ শ্রীমান।
আজিকার শুভদিনে প্রিয়ার পরশে,
ভালবাসা সুপ্ত হয়ে হৃদয়েতে পশে।

কুক্ষণে দ্বিতীয় বিশ্ব মহা-যুদ্ধ হয়,
ভেঙে গেছে দেশজাতি কহিনু নিশ্চয়।
পাশ্চাত্য অনুসরণ করে নর-নারী,
দেশ গেছে রসাতলে ভুলিতে কি পারি?

ভালবাসা বাজারেতে হৃদয় বিক্রয়,
প্রকাশ্যে চুম্বন করে নাহি লজ্জা ভয়।
যুবক যুবতী সবে আলিঙ্গনে রত,
লজ্জায় সবার মাথা হয় অবনত।

পথেঘাটে ট্রামেবাসে মেট্রোতেই হোক,
ইউরোপিয়ান স্টাইলে চুম্বনের ঝোঁক।
দেশের মাটিতে আজি বিদেশী চলন,
লাজ লজ্জা কিছু নাহি করিছে চুম্বন।

যুবক যু্বতী সবে ধরি কিস খায়,
বলিহারী দেশ মোর লাজে মরে যাই।
যুবক যুবতী শুন আমার বচন,
প্রকাশ্যে চুম্বন নাহি কর কদাচন।

ভালবাসি এ কথাটি বলিও না আর,
ভালবাসা ছিন্ন করে সুখের সংসার।
ভালবাসা কাঁটা হয়ে যদি বিঁধে থাকে,
ভুলের মাশুল কিন্তু দিতে হয় তাকে।

ভালবাসা দিবসের মূল উপখ্যান,
কবিতায় লিখে কবি পাঁচালির গান।
কাঁটা হেরি সাবধান হও সাধুজন।
কবিতায় লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।

১- যারা সচেতন তারা জানে না অচেতনতা কী।
প্রেমে পড়ো, তারপর তুমি বুঝতে পারবে জীবন কী
শুভ ভালোবাসা দিবস প্রিয়।

২- আমার যত ইচ্ছাই থাকুক না কেন, আমি শুধু তোমাকেই চাই।

আমি যতই রাগ করি না কেন, ভালোবাসা তুমি,
স্বপ্ন যাই হোক না কেন, তুমি তাতে আছো!
শুভ ভালোবাসা দিবস ভালোবাসা!

৩- চোখের গভীরতা বুঝতে পারছি না
ঠোঁট দিয়ে কিছু বলতে পারছি না।
আমার হৃদয়ের অবস্থা তোমাকে কিভাবে বলবো?
তুমিই সেই যাকে ছাড়া আমরা বাঁচতে পারি না।
শুভ ভালোবাসা দিবস!

৪- আমি শুধু বসে বসেই হারিয়ে যাই
এখন আমি প্রায়শই আমি নই, আমি তুমি।
শুভ ভালোবাসা দিবস প্রিয়।


৫- তুমি কিছুক্ষণের জন্য চলে গেছো,
কিন্তু আমরা প্রতি মুহূর্তে কাছাকাছি,
এক মুহূর্তের জন্যও তোমাকে কিভাবে ভুলতে পারি,
যখন ভালোবাসা সারা জীবনের জন্য।
শুভ ভালোবাসা দিবস!

৬- দেখো, আবার ভালোবাসার মরশুম এসে গেছে।
সাথে করে এনেছে অনেক উপহার আর ভালোবাসায় ভরা এক দৃশ্য
এখন তোমার সব কাজ ছেড়ে দাও।
দেখো, একটা ভালোবাসার বার্তা এসেছে।
শুভ ভালোবাসা দিবস!

৭- তোমার আগমনে আমার জীবন অনেক সুন্দর হয়ে উঠেছে।
আমি শুধু তোমার মুখ আমার হৃদয়ে রেখেছি।
ভুল করেও আমাদের ছেড়ে কখনো যেও না।
কারণ আমাদের প্রতিটি পদক্ষেপে আপনাকে প্রয়োজন।
শুভ ভালোবাসা দিবস!

৮- তোমার নামটা আমার পছন্দ।
আমার নামের মতো
সুন্দর সকাল হোক।
সুন্দর সন্ধ্যা কাটুক!
শুভ ভালোবাসা দিবস!

৯- যখন আমি কিছু ভাবি, তখন শুধু তোমার কথাই ভাবি,
আমি কিছু বললেই তোমার নাম উঠে আসে।
আর কতদিন আমার অনুভূতিগুলো লুকিয়ে রাখবো,
তোমার প্রতিটি অঙ্গভঙ্গি আমাদের খুব ভালো লাগে!
শুভ ভালোবাসা দিবস প্রিয়!


১০- তুমি আমার মুখের হাসি।
তুমি আমার হৃদয়ের প্রতিটি সুখ।
তুমি আমার ঠোঁটের হাসি,
এই যার জন্য আমার হৃদয় স্পন্দিত হয়
তুমি আমার জীবন...
শুভ ভালোবাসা দিবস!