টেডি ডে (১০ই ফেব্রুয়ারি) টেডি বিয়ার দিবস
ভ্যালেন্টাইন সপ্তাহের চতুর্থ দিনে, দম্পতিরা শুক্রবার একে অপরকে উপহার হিসাবে টেডি বিয়ার দেয়। এই দিনটি মেয়েদের জন্য আরও বিশেষ হয়ে ওঠে।''

টেডি বিয়ার দিবসের কবিতা
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বসন্তে আজ রং ছড়ালো
মনের আঙিনায়,
টেডি দিবসে আজকে বন্ধু
মন তোমারে চায়।

বন্ধ মনের দুয়ার খুলে
দেখি দু’চোখ ভরে,
হদয় তব রয়েছে খোলা
চিরদিনের তরে।

শুভেচ্ছা প্রীতি ভালবাসায়
ভরিয়ে দেবো মন,
রক্ত গোলাপ দিয়ে তোমায়
নেবো করে আপন।

আজকে জানি ধরণীতলে
ভালবাসার খেলা,
তোমায় নিয়ে কাটবে বন্ধু
আজকে সারাবেলা।

কবি হৃদয়ে পরশ দিয়ে
আপন করে নিও,
যতন করে রক্ত গোলাপ
হৃদয়ে রেখে দিও।

প্রেমিক কবি কবিতাপ্রেমী
এই ধরণীর তলে,
কবির প্রেমে কবিতা আজ
হৃদয়ের কথা বলে।