স্বাধীন ভারতবর্ষ.......... আমরা ভারতবাসী
স্বাধীন ভারতের জয়গান (সূচনা পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
স্বাধীন ভারত স্বাধীন ভারত
স্বদেশ আমার জন্মভূমি,
এই দেশেতে লভিয়া জনম
ধন্য আমি ও ধন্য তুমি।
ভারত আমার পবিত্রভূমি
মাটি আমার জন্মভূমি,
জননী আমার ভারতবর্ষ
প্রণাম নিও মাগো তুমি।
কাশ্মীর হতে কন্যাকুমারিকা
আসমুদ্র হিমাচল,
দীপ্ত পুলকে ভারতীয় সেনা
আনন্দেতে উচ্ছল।
স্বাধীন মোরা নই পরাধীন
গাহি ভারতের জয়গান,
জননী আমার ভারতবর্ষ
তোমারে জানাই প্রণাম।
চন্দ্র সূর্য ও গ্রহ তারকারা
গগনে জ্বলিছে নিশিদিন,
শহীদ স্মরণে প্রাণ বলিদানে
শোধ করিতে হবে ঋণ।
শত শহীদের রক্তের মূল্যে
পেয়েছি মোরা স্বাধীনতা,
ভারতবাসী আর নয় পরাধীন,
স্বাধীন হল ভারত মাতা।
ভারত আমার পবিত্রভূমি
মাটি যে আমার জন্মভূমি,
জননী আমার ভারতবর্ষ
প্রণাম নিও মাগো তুমি।
নেতাজী সুভাষ বীর ক্ষুদিরাম,
বিনয় বাদল আর দিনেশ,
ফাঁসির মঞ্চে প্রাণ বলিদানে
স্বাধীন করিল যারা এদেশ।
স্বাধীন ভারতে উড়িছে আজি
জয় ত্রিবর্ণ জাতীয় পতাকা,
গেরুয়া সাদা সবুজের মাঝে
নীল অশোক চক্র আঁকা।
ভারতবীর্য দেখাব আমরা
নহি মোরা আজি পরাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে
ভারতবর্ষ হয়েছে স্বাধীন।
ভারত আমার পবিত্রভূমি
মাটি যে আমার জন্মভূমি,
জননী আমার ভারতবর্ষ
প্রণাম নিও মাগো তুমি।